মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জালাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অবসরপ্রাপ্ত একজন কর্মচারী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুদ্দিন আহমেদ বিপ্লব বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এসআরএস