সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে ৩ হাজার ৭৮০ বোতল অ্যালকোহলসহ মোজাম্মেল হক ওরফে বাবু (৬০) নামে এক হোমিও চিকিৎসককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
আটক মোজাম্মেল হক ওই ইউনিয়নের ধুলগাগড়াখালী গ্রামের মৃত জুরান প্রমাণিকের ছেলে।
ওসি গোলাম মোস্তফ জানান, উপজেলার দৌলতপুর ইউনিয়নের কান্দাপাড়া বাজারে হোমিও প্যাথিক ওষুধের দোকানে বিক্রির উদ্দেশে অ্যালকোহল মজুত করেছেন মোজাম্মেল হক— এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৬ মার্চ) দিনগত রাতে সেখানে অভিযান চালিয়ে ৩ হাজার ৭৮০ বোতল অ্যালকোহলসহ হোমিও চিকিৎসক মোজাম্মেলকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে অ্যালকোহল বিক্রয় করছিলেন বলে জানা গেছে। এ ব্যাপারে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এসআরএস