ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পাটগ্রাম সীমান্তের ওপারে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি রাখালের মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
পাটগ্রাম সীমান্তের ওপারে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি রাখালের মৃত্যুর অভিযোগ ফাইল ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ভেরভেরীরহাট শমসেরনগর সীমান্তের ওপারে ভারত ভূখণ্ডে বিএসএফের নির্যাতনে রেজাউল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট শমসেরনগর সীমান্তের ৮৬১ নম্বর মেইন পিলারের ওপারে এ ঘটনা ঘটে বলে জানান নিহতের স্বজনরা।

নিহত রেজাউল ইসলাম ওই উপজেলার পূর্বজগতবেড় এলাকার মনছুর আলীর ছেলে। এ ঘটনায় একই এলাকার আব্দুস ছামাদের ছেলে আমিনুর রহমান (৩৫) আহত অবস্থায় ভারতীয় পুলিশের কাছে আটক রয়েছেন বলেও জানা গেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল ও আমিনুল ইসলামসহ চার/পাঁচজন গরুর রাখাল বুধবার রাতে শমসেরনগর সীমান্তের ৮৬১ নম্বর মেইন পিলার অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৬৯ ব্যাটালিয়নের তেঁতুলেরছড়া ক্যাম্পের টহল দলের সদস্যরা স্থানীয় গরু ব্যবসায়ীদের মাধ্যমে রেজাউল ও আমিনুলকে আটক করেন। পরে  নির্যাতনে রেজাউলের মৃত্যু ঘটে। আর আহত অবস্থায় আমিনুলকে ভারতীয় পুলিশ আটক করে।  

এ ঘটনার শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই সীমান্তে অবস্থান করছেন। এছাড়া ভারতের মাথাভাঙা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থল পৌঁছেছে বলে সীমান্ত সূত্র নিশ্চিত করেছে।    

নিহতের ভাই একরামুল ইসলাম বলেন, ভারতীয় পরিচিতজনদের মাধ্যমে মোবাইল ফোনে জানতে পারি, রেজাউলকে ভারতে হত্যা করা হয়েছে। কেউ বলছে, নির্যাতনে আবার কেউ বলছে, বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। ভারতের অভ্যন্তরের ঘটনা, তাই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাচ্ছে না। তবে যেভাবেই মৃত্যু ঘটুক, নিহত ভাইয়ের মরদেহ চাই।  

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর-৬১ (তিস্তা ব্যাটালিয়ন-২) ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার জালাল সরদার ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে আমরা কোনো গুলির শব্দ পাইনি। তবে কীভাবে তার মৃত্যু হলো, তা জানার চেষ্টা করছি।

বিজিবি রংপুর-৬১ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, সীমান্তের ওপারে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রকৃত ঘটনা জানতে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২ 
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।