মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জের ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে শমসেরনগরের দৌলতপুর গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, শমশেরনগর রেলওয়ে স্টেশনের ডাউন আউটার সিগনাল সংলগ্ন ৩০৮/৮ মাইলেজ এলাকায় বৃহস্পতিবার সকালে ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রাফিজ মিয়া।
এলাকাবাসী বিষয়টি পরে রেলওয়ে স্টেশন ও শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শমশেরনগর রেলওয়ের স্টেশন মাস্টার জামাল উদ্দীন বলেন, বিষয়টি শ্রীমঙ্গলের রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশ আসার পর মরদেহটি উদ্ধার করা হবে। নিহতের পরিবার সদস্যরা বলেছেন রাফিজ মানসিক প্রতিবন্ধী ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
বিবিবি/কেএআর