ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
গোপালগঞ্জে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ব্যবসায়ী নিহত নিহত নিত্যানন্দ বিশ্বাসের স্বজনদের আহাজারি

গোপালগ‌ঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিত্যানন্দ বিশ্বাস (৪২) নামে মোটরসাইকেলের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

 

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিত্যানন্দ যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারের নরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নূর সোলেমান জানান, ব্যবসায়ী নিত্যানন্দ ঢাকা থেকে আটটি মোটরসাইকেল কিনে ট্রাকে করে যশোর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে এলে একটি ট্রাক অপর একটি ট্রাককে ওভারটেক করতে গেলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ট্রাকের দুই চালক ও তিন আরোহী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিত্যানন্দকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ট্রাকচালক আলামিনকে (২৬) উন্নত চিকিতসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।