ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরের পানি নিষ্কাশন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকনুজামাল চপল (৩২) নামে এক মাছ চাষির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
রোকনুজামাল উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে বাসিন্দা মো. নাজিম উদ্দীন খানের ছেলে।
ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির পাশে পুকুরে মাছ চাষ করতেন রোকনুজামাল। বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরের পানি নিষ্কাশন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
জেডএ