কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ বাওয়াই মার্মা (৩৪) নামে এক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
আটক বাওয়াই মার্মা বান্দরবানের থানচি উপজেলার পাইমংপাড়ার ফসিউ মার্মার ছেলে।
র্যাব জানান, বুধবার (১৬ মার্চ) রাতে সুগন্ধা সৈকত এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছেন— এমন গোপন তথ্য পেয়ে রাতেই সেখানে অভিযান চালিয়ে বাওয়াই মার্মাকে আটক করা হয়। সে সময় তার কাঁধে থাক ব্যাগ তল্লাশী করে জব্দ করা হয় ৩০ হাজার পিস ইয়াবা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বেচার জন্য আনা হয়েছে বলে আটক ব্যক্তি স্বীকার করেছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এসবি/এসআরএস