ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মদিনে ১০২ পাউন্ডের কেক কাটেন পৌর মেয়র

জাহিদুল ইসলাম মেহেদী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিনে ১০২ পাউন্ডের কেক কাটেন পৌর মেয়র

বরগুনা: বরগুনার আমতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ১০২ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করেছেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, শিশু সমাবেশ, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে ১০২ পাউন্ডের কেক কেটে উপস্থিত সকলকে খাওয়ানো।  
বঙ্গবন্ধুর জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করা হয় বিশেষ এই আয়োজনে। শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের গড়ে তোলার আহ্বানও জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম ও ওসি একেএম মিজানুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।