সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ মার্চ) শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন ও পদ্মপুকুর ইউনিয়নের মধ্যবর্তী খোলপেটুয়া নদীতে সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন।
এ সময় কার্গো মালিক মো. আলফাজ হোসেন ও মো. জামাল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ বাংলানিউজকে বলেন, নদীর ভূগর্ভস্থ বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এটি যারা করে এবং এই কাজের সঙ্গে যারা জড়িত, তারা দেশ ও রাষ্ট্রের শত্রু। এদের অপরাধ ক্ষমার অযোগ্য। পদ্মপুকুর ইউনিয়ন তহসিল অফিসের মাধ্যমে তথ্য পেয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এসময় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তপন কুমার মন্ডল, এসআই মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এনটি