ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মু‌খোমুখি সংঘ‌র্ষে আনোয়ার গাজী (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হ‌য়ে‌ছেন।

এ ঘটনায় আহত হয়েছেন ইসমাইল হোসেন নামের আরো একজন।

তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ব‌রিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন রহমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হালিম বলেন, মাদারীপুর থেকে বরিশাল যাচ্ছিল নিশান পরিবহনের একটি বাস। পথে ব‌রিশাল থে‌কে উজিরপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক আনোয়ারের মৃত্যু হয়।

এসআই হালিম আরো বলেন, এ ঘটনায় আহত অপর যাত্রী ইসমাইল সেনা সদস্য। তিনিও মোটরসাইকেলে ছিলেন। তাকে প্রথমে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আনোয়ারের মৃতদেহ বরিশাল মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।

বাংলা‌দেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এমএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।