ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ মো. শান্ত নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগ।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকা থেকে ওই বিক্রেতাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি শনির আখড়ার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে গাঁজা বিক্রির জন্য এক ব্যক্তি অবস্থান করছে। তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ শান্তকে গ্রেফতার করা হয়। এ সময় একটি পিকআপভ্যান জব্দ করা হয়।
গ্রেফতার শান্তের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন শামসুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এমএমআই/এনএসআর