পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছকিনা বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলের দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতের পরিবারের সদস্যরা জানান, বিকেলে বসতঘরের টিভির সংযোগ সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ছকিনা। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বাংলানিউজকে জানান, কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এসআরএস