ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
গাজীপুরে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় ট্রাকচাপায় হিমেল আহমেদ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

 

হিমেল উপজেলার বড় গোবিন্দপুর এলাকার সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হাসেম আলীর ছেলে। তিনি বড়ইবাড়ী একেইউ ইন্সটিটিউশন ও কলেজের দ্বিতীয় বর্ষের ছিলেন।  

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার বড়ইবাড়ী এলাকা থেকে মোটরসাইকেলে করে দুই সহপাঠীকে নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিনা এলাকায় বেড়াতে যায় হিমেল। সেখান থেকে ফেরার পথে কুতুবদিয়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেলের তিন আরোহীই আহত হয়। এ সময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি হাসপাতালে নিয়ে রায়। পরে হিমেলকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।