ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদী দেখতে গিয়ে নদীতে পড়ে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তারা রানীশংকৈল উপজেলার ঘনশ্যামপুর গ্রামে শাহজাহান আলী মেয়ে সানজিদা আক্তার (১২) ও সুমনা আক্তার (৬)। শাহাজান আলী ঢাকায় পরিবার নিয়ে থাকেন। গ্রামে এসে তারা অন্য শিশুদের সঙ্গে কুলিক নদী দেখতে গিয়েছিল।
জানা যায়, অন্য শিশুদের সঙ্গে তারা কুলিক নদী দেখতে যায়। প্রথমে পা পিছলে ছোটো বোন নদীতে পড়ে যায়। তখন বড়বোন তাকে বাঁচাতে গিয়ে সেও নদীতে ডুবে যায়। এরপর তাদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে মৃত শিশুদেরে চাচা তাদের মরদেহ নদী থেকে উদ্ধার করেন।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এস জাহিদ ইকবাল বলেন, কিছুদিন আগে ঢাকা থেকে দাদির সঙ্গে গ্রামে বেড়াতে আসে দুই বোন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এনটি