ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটার মঞ্চে যুবককে মেয়রের ঘুষি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটার মঞ্চে যুবককে মেয়রের ঘুষি!

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে কেক কাটার মঞ্চে এক যুবককে মারধর করা হয়েছে। এছাড়া পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লা সেই যুবককে ঘুষি মেরেছে এমন চিত্রও দেখা গেছে।

এ ধরনের একটি ভিডিও ও ছবি এই প্রতিবেদকের হাতে এসেছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে ধামরাই পৌরসভার যাত্রাবাড়ী মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা গেছে, সাদা পাঞ্জাবি পরা ওই যুবকের ঘাড়ের ওপরের কলার ধরে রেখেছেন ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষার। আর সামনের কলার ধরে তাকে পেটে ঘুষি মারছেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা। এ সময় হাতজোড় করে যুবককে নিজেকে ছাড়িয়ে নিতে দেখা যায়।

তবে সেই যুবকের পরিচয় জানা বা যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও খাবার বিতরণের জন্য ওই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সেখানে খাবার কম পরায় ওই যুবক বিষয়টি মেয়র গোলাম কবির মোল্লাকে জানাতে মঞ্চে ওঠেন। এ সময় ওই কথা বলার সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে মেয়র যুবককে কলার ধরে ফেলেন। একইসময় ওই যুবককে পেছন থেকে ধরে ফেলেন সারোয়ার মাহবুব তুষারও। পরে দুজনই তাকে মারতে থাকেন। এছাড়া মেয়র ছেড়ে দেয়ার পর মঞ্চ থেকে নামিয়েও যুবককে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষার বাংলানিউজকে বলেন, ঘটনাটি আমিও জানি না। আসলে প্রথমে ছেলে পেলেরা বলছিলো পকেট মাইর, পকেট মাইর। যেহতু আমাদের আওয়ামী লীগের অনুষ্ঠান, সেহতু আমিও সেখানে ছিলাম। পরে আমি স্টেজ থেকে তাকে দ্রুত ছেড়ে দিলাম। তারপর আমি স্টেজ থেকে সরে এসেছি। ওই ছেলেটাকে চিনিও না। আর জিজ্ঞেসও করিনি কি হয়েছে পরবর্তীতে।

বিষয়টির বিস্তারিত জানতে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লার মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ১৭ মার্চ, ২০২২
এসএফ/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।