লক্ষ্মীপুর: পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. আয়ুব চৌধুরী বলেন, পাসপোর্ট সেবা গ্রহণকারীদের সকলকে নির্বিঘ্নে সেবা প্রদান করতে হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে এমআরপিকে ই-পাসপোর্ট দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করতে সক্ষম হব।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আয়ুব চৌধুরী বলেন, করোনাকালীন পরিস্থিতিতেও পাসপোর্ট সেবা অব্যাহত রাখতে আমরা সর্বোচ্চ সেবা দিয়ে গেছি। ই-পাসপোর্ট প্রদানের গতি আরো বাড়ানো হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, পাসপোর্ট চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু মো. সাইদ, জেলা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রমুখ।
ফিতা কেটে, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
আরইউ