বান্দরবান: ৩০০নং বান্দরবান সংসদীয় আসনে ৩০বছর ধরে অবিচ্ছিন্নভাবে অবস্থান ধরে রাখা, বান্দরবানসহ পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা,পার্বত্য শান্তিচুক্তি ও এর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, পার্বত্য এলাকায় শিক্ষার প্রসার, স্বাস্থ্য সেবার উন্নয়নসহ বিভিন্নভাবে পার্বত্য এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বরূপ ‘পার্বত্য রত্ন’খেতাবে ভূষিত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
১৭মার্চ (বৃহস্পতিবার) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামীলীগের আয়োজনে স্থানীয় রাজার মাঠে এক আনন্দ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে ‘পার্বত্য রত্ন’ খেতাবে ভূষিত করা হয়।
এসময় বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম চৌধুরী, সহ-সভাপতি মো. শফিকুর রহমান, কাজল কান্তি দাশ, যুগ্ম-সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্র মারমাসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্যবাসীর ভালোবাসা আর বিশ্বাসে দীর্ঘদিন ধরে ৩০০নং আসন থেকে বারবার নির্বাচিত হয়ে আসছি, আর আজ এই উপাধি পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। এসময় মন্ত্রী আরো বলেন, আমি পার্বত্যবাসীর দোয়া চাই যেন আমাকে দেয়া এই খেতাব মাথায় নিয়ে সকলের ভালোবাসা আর বিশ্বাস অক্ষুণ রেখে আগামীতে পার্বত্য এলাকার সর্বক্ষেত্রে উন্নয়ন করে যেতে পারি।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজ আমরা একটি স্বাধীন দেশ পেতাম না, পেতাম না একটি লাল সবুজের পতাকা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি হয়েছিল বলেই আজ পার্বত্য এলাকা উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রয়েছে আর আগামীতে পার্বত্য এলাকার শান্তি শৃংঙ্খলা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
আরইউ