মাদারীপুর: নৌকা বাইচের জন্য তৈরি করা ১০৮ হাত লম্বা একটি বাইচ নৌকা নির্মাণ শেষে ভাসানো হয়েছে আড়িয়াল খাঁ নদে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নৌকাটি পানিতে নামানোর মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
জানা যায়, উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের চর বহেরাতলা গ্রামে আড়িয়াল খাঁ নদের পাড়ে প্রায় ছয় মাস আগে ১০৮ হাতের একটি বাইচের নৌকা তৈরির কাজ শুরু করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন হায়দারের উদ্যোগে স্থানীয় যুব সমাজের সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে নৌকাটি উদ্বোধন করার লক্ষ্য নিয়ে নির্মাণ কাজ চলতে থাকে। সেই অনুযায়ী নির্মাণ কাজ শেষে বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে দীর্ঘ এ নৌকাটি আড়িয়াল খাঁ নদে ভাসানো হয়। নৌকা ভাসানো দেখতে উত্তর বহেরাতলা ইউনিয়নের পাশাপাশি দক্ষিণ বহেরাতলা, শিরুয়াইল, নিলখীসহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন থেকে নারী, পুরুষ, শিশুসহ হাজার হাজার মানুষ আড়িয়াল খাঁ নদের উভয় পাড়ে ভিড় করেন। গ্রাম বাংলার ঐতিহ্য বাইচের নৌকাটি ঘিরে উৎসুক মানুষ বিভিন্ন গানও তৈরি করেছেন। উদ্বোধনকালে উদ্যোক্তা ছাড়াও উপস্থিত ছিলেন বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বারী উকিল, আওয়ামী লীগ নেতা মো. লোকমান সিপাই, মো. হেমায়েত হোসেন মিলন হাওলদারসহ অনেকে।
নৌকাটি এখন থেকে এ উপজেলা ও দেশের বিভিন্ন বাইচে অংশ নেবে। বাইচের নৌকাটি তৈরি করতে ১০ লাখ টাকারও বেশি ব্যয় হয়েছে বলে উদ্যোক্তারা জানান।
বহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন হায়দার বলেন, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর অনুপ্রেরণায় আমরা বঙ্গবন্ধুর জন্মদিনে বিশাল এ বাইচের নৌকাটি তৈরি করে নদীতে নামিয়েছি। এটা বাংলার ঐতিহ্য। ‘শিবচর এক্সপ্রেস’ নামের এ নৌকাটি শিবচরের সুনাম সর্বত্র ছড়িয়ে দেবে বিভিন্ন প্রতিযোগিতায় (বাইচ) অংশ নিয়ে।
বাংলাদেশ সময়: ০৮০১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এসআই