ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ৪৫০টি ট্যাপেন্টাডলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
জয়পুরহাটে ৪৫০টি ট্যাপেন্টাডলসহ আটক ১

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার জামতলীগামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৪৫০টি ট্যাপেন্টাডল বড়িসহ জায়েদ বিন রিপন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

আটক রিপন জয়পুরহাট সদর উপজেলার আটঠোকা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্যাপেন্টাডল (ব্যথানাশক ওষুধটি ইয়াবার বিকল্প হিসেবে সেবন করেন মাদকসেবীরা) সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
 
এ ঘটনায় রিপনের নামে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।