ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

২৬ মার্চ থেকে চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
২৬ মার্চ থেকে চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস

ঢাকা: আগামী ২৬ মার্চ থেকে পুনরায় চালু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন। এছাড়াও ওইদিন চালু হতে পারে বন্ধন ও মিতালী এক্সপ্রেস ট্রেন।

বাংলাদেশ রেলওয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, করোনা মহামারিতে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল করতে চায় উভয় দেশ। সে লক্ষ্যে উভয় পক্ষ এ নিয়ে কাজ শুরু করেছে। ইতোমধ্যে ভারতের পক্ষ থেকে যাত্রীবাহী ট্রেন যোগাযোগ পুনরায় চালুর প্রস্তাব দেয়া হয়েছে। রোববার এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। সব কিছু ঠিক থাকলে ২৬ মার্চ থেকে পুনরায় চালু হবে মৈত্রী এক্সপ্রেস ট্রেন। এছাড়াও ওইদিন চালু হতে পারে বন্ধন ও মিতালী এক্সপ্রেস ট্রেন।

করোনা মহামারির কারণে এখন শুধুমাত্র বিমান পথে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু আছে। আর মেডিক্যাল ভিসা নিয়ে বাই রোডে ভারতে যেতে পারছেন বাংলাদেশিরা।

করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাসে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়। তবে এই সময়ে পণ্যপরিবহনবাহী ট্রেন চালু ছিল।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি যাত্রীবাহী ট্রেন যোগাযোগ রয়েছে। ঢাকা- কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস ও খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
টি আর/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।