ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে সপ্তাহব্যাপী সুবর্ণজয়ন্তী মেলা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
মৌলভীবাজারে সপ্তাহব্যাপী সুবর্ণজয়ন্তী মেলা

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এটির উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসন-৩৬ এর সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা, জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু।  
 
উদ্বোধন শেষে অতিথিরা সরকারি দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন প্রকার সামগ্রীর ৫০টি স্টল রয়েছে। মেলা চলবে ২৩ মার্চ পর্যন্ত।
 
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২ 
বিবিবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।