ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ২০ কিলোমিটার এলাকায় গাড়ির ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
সিরাজগঞ্জে ২০ কিলোমিটার এলাকায় গাড়ির ধীরগতি

সিরাজগঞ্জ: মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজ চলতে থাকায় সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ২০ কিলোমিটার জুড়ে আজও ধীরগতিতে চলছে যানবাহন।

শুক্রবার (১৮ মার্চ) ভোরের দিকে এ রুটে থেমে থেমে যানজট ছিল।

সকাল ৯টার পর থেকে দীর্ঘস্থায়ী যানজট না থাকলেও কচ্ছপ গতিতে চলছে গাড়ীগুলো।

স্থানীয়রা জানান, এ মহাসড়কটি চারলেনে উন্নীতকরণ কাজের পাশাপাশি নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় গত ৪ দিন ধরে এ রুটে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। কখনো যানজট আবার কখনো ধীরগতিতে উত্তরের যাত্রায় নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।   

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, একদিকে মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজ চলছে। তার ওপর ভোররাতের দিকে সীমান্ত বাজার ও নলকা সেতু এলাকায় দুটি ট্রাক বিকল হয়ে পড়ায় প্রায় ঘণ্টাব্যাপী ঢাকা লেনে যান চলাচল বন্ধ ছিল। এ কারণে ভোরের দিকে কিছুটা যানজট দেখা দিলেও সকাল ৯টার পর কমতে থাকে। তবে প্রচুর চাপ থাকায় ধীরগতিতে চলছে গাড়ীগুলো।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, উন্নয়নকাজের জন্য কিছু দুর্ভোগ মেনে নিতেই হবে। এ মহাসড়কে যত দিন নির্মাণকাজ চলবে, তত দিন যানজট ও ধারগতি লেগেই থাকবে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মহাসড়ক নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত এটা সবাইকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই।

এদিকে মহাসড়কে ধীরগতির কারণে এর প্রভাব সিরাজগঞ্জ শহরে এসেও পড়েছে। উত্তরাঞ্চলের দূরপাল্লার যানবাহনগুলো মুলিবাড়ী বাইপাস হয়ে শহর দিয়ে প্রবেশ করায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। শহরের নিউ ঢাকা রোড ও এম এ মতিন সড়ক ছাড়াও অন্যান্য রুটগুলোতে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা,মার্চ ১৮,  ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।