ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ১৮ কেজি গাঁজাসহ ৩ বিক্রেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
যাত্রাবাড়ীতে ১৮ কেজি গাঁজাসহ ৩ বিক্রেতা গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শাহ আলম, মোছা. মিনু আক্তার ও মো. হৃদয় মিয়া।

ডিবি মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. আশরাফুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দনিয়া কলেজের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

এসি আশরাফুল ইসলাম আরও জানান, আটকদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।