ঢাকা: রাজধানীর আদাবর সুনিবিড় হাউজিংয়ে দুলাভাইয়ের দেওয়া আগুনে দুই শিশু দগ্ধের ঘটনায় মিতু (৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শুক্রবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশুটির মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এরআগে গত মঙ্গলবার সকাল ১১টার দিকে আদাবর সুনিবির হাউজিংয়ের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশুদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া পাশের দোকানদার মো. আরিফ হোসেন জানান, দুপুরে হাউজিংয়ের দোতলা বাড়িটির নিচতলার রুম থেকে ধোয়া বের হতে দেখেন তিনি। পরে শিশুদের ডাক চিৎকার শুনতে পান। তখন রুমের বাইরের ছিটকিনি খুলে ভিতরে ঢুকে তাদের শরীরে আগুন জ্বলতে দেখেন। সঙ্গে সঙ্গে তাদেরকে বের করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
চিকিৎসাধীন শিশু বাপ্পি জানায়, ওইদিন সকালেই ভগ্নীপতি আলাউদ্দিন তাদের দুজনকে ওই বাসাটিতে নিয়ে যায়। ওই বাসায় থাকতেন তাদের ভগ্নীপতি আলাউদ্দিন। রুমের ভিতর তাদেরকে আটকে প্রথমে মিতুর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়। পরে বাপ্পির শরীরেও আগুন দিয়ে দরজা বাইরে থেকে আটকে চলে যায় আলাউদ্দিন।
আরও পড়ুন: হত্যার উদ্দেশ্যেই দুই শিশুর গায়ে আগুন দেন দুলাভাই
‘শিশুদের বাঁচাতে গিয়ে দেখি বাইরে থেকে দরজা বন্ধ’
দুলাভাইয়ের দেওয়া আগুনে ঝলসে গেল ২ শিশু
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এজেডএস/এনএইচআর