পিরোজপুর: পিরোজপুরে পুকুর থেকে প্রিয়ংকা সাহা (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে পৌর শহরের নুরু খানের পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করেন পিরোজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রিয়ংকা পৌর শহরের রাজাহাট এলাকার লিটন সাহার স্ত্রী।
পৌর কাউন্সিলর মো, শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গৃহবধূ ঘর থেকে বের হয়ে ফিরে না আসলে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করে। পরে পাশের নুরু খানের পুকুর পাড়ে তার পায়ের জুতা পরে থাকতে দেখে পরিবারের লোকজন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে রাত ১০টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের লিডার সৈয়দ মো. রফিকুল ইসলাম জানান, তারা খবর পেয়ে সেখানে গিয়ে পুকুর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার শান্ত হাওলাদার জানান, ওই গৃহবধূকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি পানিতে পড়ে মারা গেছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ পানিতে পড়ে মারা গেছেন। তবে তার পিতার দেওয়া অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এনএইচআর