কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ডিম বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দীপু চন্দ্র (৩৫) নামে এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ মার্চ) সকালে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মশান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীপু চন্দ্র নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকার নরেশ চন্দ্রের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অতিরিক্ত ভাঙা হওয়ায় ছোট যানবাহনগুলো মশান এলাকা দিয়ে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে চলাচল করে। সকালে কুষ্টিয়া থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা পাবনার রূপপুরে যাচ্ছিল। পথে মশান বাজার এলাকায় পাবনা থেকে কুষ্টিয়াগামী ডিম বোঝাই একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিলে দীপু চন্দ্রসহ অটোরিকশার দুই যাত্রী আহত হন। এসময় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দীপু চন্দ্রকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এসআই