কেরানীগঞ্জ, ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর গুদারাঘাট খাজা সুপার মার্কেটের সামনে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ১১টি স্বর্ণের বার ছিনতাইকালে দুই পুলিশ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (১৮ মার্চ) সকাল ৯টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দোহারের জয়পাড়া বাজারের অরিন্দ্র জুয়েলার্সের মালিক বিকাশ হালদার ও পলাশ হালদার স্বর্ণের ১১টি বার নিয়ে তাঁতিবাজার যাওয়ার সময় তাদের পুলিশ পরিচয় স্বর্ণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সঙ্ঘবদ্ধ দলের কয়েক সদস্য পালিয়ে গেলেও স্থানীয় জনতা দুই পুলিশ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক দুই সদস্যের একজন মো. সোহেল (এসএফ) রাজারবাগে এবং রুবেল ডিবিতে কর্মরত রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে যানা গেছে।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এনটি