লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাটে বালু কাটার ড্রেজিং পাইপের আঘাতে আবুল কালাম (২৬) নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) ভোরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত আবুল কালাম সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে। তিনি মজুচৌধুরীর হাট মাছ ঘাটে থাকা একটি বালু কাটার ড্রেজার মেশিনের শ্রমিক হিসেবে কাজ করতেন। ড্রেজার মেশিনটির মালিক চররমনী মোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. বাবুলের।
পুলিশ জানায়, আবুল কালাম মজচৌধুরীর হাটের বালু ব্যবসায়ী বাবুলের বালুমহালে ড্রেজার মেশিনে কাজ করছিলেন। কাজ করতে গিয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ) মধ্যরাতে ড্রেজিংয়ের ঝুলন্ত পাইপের দড়ি ছিড়ে পাইপটি তার শরীরের ওপর পড়ে। এতে তিনি মাথায় এবং পায়ে আঘাত পান। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে তার মরদেহ মজুচৌধুরীরহাটে নিয়ে আসা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বাংলানিউজকে জানান, মরদেহের মাথার পিছনে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এনটি