ভোলা: ভোলার লালমোহন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে চারটি গোডাউন। এতে প্রায় ১০ লাখ ক্ষতি হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা সদরের রূপালী ব্যাংক সংলগ্ন তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে যায় ফ্যাশন কর্নারের মালিক বিল্লালের একটি কাপড়ের গোডাউন, রানার সুতা ও সেলাই মেশিনের যন্ত্রাংশের গোডাউন, মামুনের কাপড়ের টিস্যু ব্যাগ প্রস্তুতকারক গোডাউন ও বাশারের একটি টেইলার্সের কারখানা।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন।
লালমোহন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সোহরাব হোসেন বাংলানিউজকে জানান, একটি টেইলার্সের দোকানের আয়রন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদ পাটওয়ারী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এনটি