ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে পুষ্টি বিষয়ক কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
শেরপুরে পুষ্টি বিষয়ক কর্মসূচি

শেরপুর: বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে বয়রা পরানপুর আনন্দপাঠ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

বিশিষ্ট সমাজ সেবিকা ও মানবাধিকার নেত্রী রাজিয়া সামাদ ডালিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের গরিবের ডা. মা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা  হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি।

এ সময় ঝরে পড়া প্রায় ৮০ জন শিশু-কিশোরদের মধ্যে বিভিন্ন শিক্ষাসামগ্রী, বিভিন্ন গল্পের বই, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, খাতা-কলম ও করোনাসামগ্রী বিতরণ করা হয় ।

শেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাদিয়া সুলতানার পরিচালনায় আরও বক্তব্য রাখেন আশরাফুল আলম জেলা নিরাপদ খাদ্য অফিসার, স্কুলের ঝরে পড়া শিশুদের অভিবাবক  প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।