সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির মুখে ওয়াজ মাহফিলের পোস্টার লাগানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় রেজাউল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষকে আদালতের মাধ্যমে কারাগারো পাঠানো হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আরশেদ আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বাংলানিউজকে জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পোস্টার সাঁটানোর ঘটনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আরশেদ আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় রাতেই শিক্ষক রেজাউল ইসলামকে আটক করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে স্থাপিত তারই প্রতিকৃতির মুখে ওয়াজ মাহফিলের পোস্টার সাঁটানো ঘটনা ঘটেছে। বাংলাদেশ মুজাহিদ তাড়াশ উপজেলা শাখার উদ্যোগে আগামী ২৬ মার্চ অনুষ্ঠিতব্য ওয়াজ মাহফিলের প্রধান বক্তা করা হয়েছে চরমোনাই পীর মুফতি মোহাম্মদ রেজাউল বৃহস্পতিবার কে বা কারা ওই মাহফিলের একটি পোস্টার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের মুখে সাটিয়ে দেয়।
এ বিষয়ে তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বাংলানিউজকে বলেন, ইসলামী আন্দোলন দলটাই আওয়ামী লীগ এন্ট্রি। তাদের অতি উৎসাহী কিছু ছেলেপেলে এমন ঘটনা ঘটিয়েছে। পুলিশ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করলেই মূল হোতাদের সন্ধান পাওয়া যাবে।
ওই ওয়াজ মাহফিলের আয়োজক মওলানা আবুল কাশেম বাংলানিউজকে বলেন, দায়িত্বশীলরা পোস্টাররা লাগায় না। মাদরাসার ছোট ছোট শিক্ষার্থীরা পোস্টার লাগায়। তারাও এ ধরনের কাজ করবে না। তাদের কাছ থেকে অনেকেই পোস্টার চেয়ে নেয় বাড়িতে লাগানোর জন্য। হতে পারে তাদের মধ্যেই কেউ ষড়যন্ত্রমূলকভাবে বঙ্গবন্ধুর মুখে এই পোস্টার লাগানো হয়েছে। এমন ঘটনার পর ২৬ মার্চের ওয়াজ মাহফিলও বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এনটি