ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ফসলি জমির মাটি কাটার মহোৎসব চলছে। স্থানীয় প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে খননকৃত মাটি ইটভাটাসহ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারি গ্রামের গাউস মিয়ার বাড়ির পাশে ফসলি জমির মাটি ভেকু দিয়ে কেটে ট্রলি ও ড্রাম ট্রাকে ভরা হচ্ছে। ট্রলি ও ড্রাম ট্রাকে মাটি নেওয়ার কারণে গ্রামীণ কাঁচা ও পাকা রাস্তাগুলো ভেঙে দেবে নষ্ট হয়ে যাচ্ছে। ধুলোয় নষ্ট হচ্ছে রাস্তার পাশে বাড়িগুলো।
জানা গেছে, একটি প্রভাবশালী মহলের যোগসাজশে ওই মাটি অবৈধভাবে ইটভাটাসহ বিভিন্ন ব্যক্তির কাছে ১২০০ টাকা দরে প্রতি ট্রলি ও ড্রাম ট্রাক বিক্রি হচ্ছে।
বানিয়ারি গ্রামের নান্নু মোল্লা বাংলানিউজকে বলেন, গাউস মিয়ার জমিতে পুকুর খনন করে দেওয়ার শর্তে আমি মাটি কেটে নিয়ে যাচ্ছি। প্রতি ট্রাক মাটি ১২০০ টাকা দরে বিভিন্ন ইটভাটায় ও বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছি।
একই স্থান থেকে ৩০০-৪০০ গজ দূরে নজরুল সিকদারের ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি খনন করে ট্রলি ও ট্রাকে ভরে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন ময়না গ্রামের মাটি ব্যবসায়ী সজীব মোল্লা।
এ ব্যাপারে ব্যবসায়ী সজীব মোল্লা বাংলানিউজকে বলেন, এক বছরের জন্য আমাদের মাটি কাঁটার সমিতি করা হয়েছে। মাটি কাটার কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে আমাদের মাটি কাটা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার সাহা ও বাবলু মিয়া অনুমতি নেওয়া জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বাংলানিউজকে বলেন, ফসলি জমির মাটি কাটা ও বিক্রির বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এসআরএস