ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি তলা ফেটে তীরে নোঙ্গর করা এমভি ফারহান-৭

ঝালকাঠি: ঝালকাঠির সুগন্ধা নদীতে নলছিটি মল্লিকপুর এলাকায় লঞ্চের ধাক্কায় একটি বাল্কহেড ডুবে গেছে।  

শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।



জানা গেছে, ঝালকাঠি থেকে ঢাকাগামী এমভি ফারহান-৭ নামে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কায় এমভি বালুমতী নামে একটি বালুবাহী বাল্কহেড ডুবে যায়। এছাড়া  লঞ্চটির সামনের অংশের নিচ থেকে ফাটল ধরে।  এ পরিস্থিতিতে যাত্রীসহ লঞ্চটি তীরে নিরাপদে নোঙ্গর করতে সক্ষম হয়। পরে এমভি পূবালী নামে একটি লঞ্চ ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উঠিয়ে আবার গন্তব্যে রওনা করেছে।  

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খালেকুজ্জামান বাংলানিউজকে জানান, লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবির ঘটনায় এখনো কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। বাল্কহেডটিতে যারা ছিলেন, তারা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।  

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।