ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

শেরপুরে বাজুসের নতুন কমিটি

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
শেরপুরে বাজুসের নতুন কমিটি

শেরপুর: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শেরপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক সুশীল মালাকার।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে শহীদ আব্দুর রশীদ মেমোরিয়াল একাডেমিতে বাজুস শেরপুর শাখার বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।  

সভায় নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের মাধ্যমে পরামর্শক্রমে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়।

এ উপলক্ষে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুশীল মালাকার, সহ-সভাপতি মো. শাজাহান মিয়া, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট প্রদীপ কুমার সিং, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. শামীম হোসেনসহ বিভিন্ন উপজেলার বাজুস নেতৃবৃন্দ।

সভায় জেলা ও উপজেলা বাজুস নেতৃবৃন্দসহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।