ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
মৌলভীবাজারে শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার ঝর্ণা কুর্মী -ফাইল ছবি

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ঝর্ণা কুর্মী।

তিনি চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার (১৮ মার্চ) দুপুরে বাসায় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্বামী-সন্তান নিয়ে শ্রীমঙ্গল শহরতলীর সুরভীপাড়া আবাসিক এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

স্বামী সঞ্জয় কুর্মী জানান, ঝর্ণাকে বাসায় সুস্থ অবস্থায় রেখে কাজে বের হন। পরে জানতে পারেন ঝর্ণা আত্মহত্যা করেছেন। তাড়াতাড়ি বাসায় গিয়ে সিলিংফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলে থাকতে দেখেন।    

এদিকে ঝর্ণার চাচা পলাশ কুর্মী অভিযোগ করেন, তার ভাতিজিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর আত্মহত্যা বুঝাতে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়। তারা থানায় মামলা করবেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম অর রশীদ তালুকদার বাংলানিউজকে বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে ওই শিক্ষিকা আত্মহত্যাই করেছেন বলে মনে হচ্ছে। গলা ছাড়া শরীরের কোথায় কোনো অঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্টে পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ১৮ মার্চ, ২০২২
বিবিবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।