ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ইউক্রেন থেকে বাংলাদেশিদের উদ্ধার

মোদীকে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
মোদীকে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা ছবি: সংগৃহীত

ঢাকা: ইউক্রেন থেকে বাংলাদেশিদের উদ্ধারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৫ মার্চ) শেখ হাসিনা এ বিষয়ে মোদীকে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের সামি ওবলাস্ট এলাকা থেকে ভারত সরকারের উদ্যোগে সে দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদের উদ্ধারে সহায়তার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।

কয়েক বছর ধরে সহযোগিতার সম্পর্ক বিকশিত হওয়ার উভয় দেশ সেটা উপভোগ করছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আপনার বাংলাদেশ সফরে আমি পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

চিঠিতে প্রধানমন্ত্রী আরও বলেন, আগামীতে বাংলাদেশ - ভারত যে কোনো সমস্যায় একযোগে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনার সুস্বাস্থ্য কামনা ও হোলির শুভেচ্ছা জানাই।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
টিআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।