ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে সাপের ছোবল থেকে মালিককে বাঁচাতে জীবন হারিয়েছে একটি কুকুর (জার্মান শেফার্ড)।
বৃহস্পতিবার উপজেলার বলরামনগর গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সেলিম রেজা নামে এক ব্যক্তি তার নিজের আলু ক্ষেতের পাশে পাতা একটি চৌকিতে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় সেলিমের দিকে একটি বিষধর সাপ ছুটে আসছিল। তার সঙ্গে থাকা পোষা কুকুরটি সেটি দেখতে পায়। মালিককে রক্ষায় কুকুরটি সাপের ওপর ঝাঁপিয়ে পড়ে। সাপ ও কুকুরের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ ও কামড়াকামড়ির ঘটনা ঘটে।
শেষ পর্যন্ত সাপ ও কুকুর উভয়ই মারা যায়। তবে রক্ষা পান কুকুরের মালিক সেলিম রেজা।
কৃষক সেলিম রেজা জানান, জার্মান শেফার্ড জাতের কুকুরটি তিনি ১ লাখ টাকায় কিনেছিলেন। তার নাম টেডি। কুকুরটিকে ২০১৯ সালে বাংলাদেশে আনা হয়। টেডির কারণে ক্ষেত পাহারা দিতে কোনো শ্রমিকের দরকার হতো না।
তিনি জানান, এর আগেও জীবনের ঝুঁকি নিয়ে তার পরিবারের সদস্যদের নিরাপদে রেখেছিল টেডি। টেডির মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ২৪৪০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
জেডএ