খুলনা: খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে (২৭) গণধর্ষণের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ মার্চ) সকালে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, গণধর্ষণের ঘটনায় ৪ জনকে আসানি করে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
আসামিরা হচ্ছেন- কামরুল, জীবন , সুমন ও আলা।
এর আগে শুক্রবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার তেতুলতলা রেলক্রসিং এর পাশে কামরুলের গ্যারেজে এ ঘটনা ঘটে ।
জানা গেছে, স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে থেকে যাচ্ছিলেন। এ সময় ৫ জন লোক জোরপূর্বক তাদের তুলে গ্যারেজের মধ্যে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারি পুলিশ কমিশনার (দৌলতপুর সার্কেল) মো. আবু জাফর বাংলানিউজকে বলেন, গণধর্ষণের শিকার ওই নারীকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী নিজেই বাদি হয়ে চার জনের নামে মামলা করেছেন।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এমআরএম/এনএইচআর