ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় জঙ্গি সন্দেহে আটক ১১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
খুলনায় জঙ্গি সন্দেহে আটক ১১

খুলনা: খুলনার জঙ্গি সন্দেহে ১১ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১৮ মার্চ) রাত ৯ টা থেকে রাত ১২টা পর্যন্ত খালিশপুর থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব-৬।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খালিশপুর থানার বিআইডিসি সড়কের পাশে আলম শেখের মালিকানাধীন বাড়িতে অভিযান চালান। এ সময় নির্মাণাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে মোট ১০ জনকে আটক করা হয়। এছাড়া বাড়ির মালিক আলম শেখকেও আটক করা হয়েছে। অভিযান শেষে তাদেরকে র‌্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

শনিবার (১৯ মার্চ) সকালে র‌্যাব-৬ এর সিনিয়র এএসপি মো. বজলুর রশিদ বাংলানিউজকে বলেন, দুপুর ১২টার দিকে এ বিষয়ে প্রেস কনফারেন্সে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এমআরএম/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।