ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ খায়রুল আলম ও হারুনুর রশিদ নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ মার্চ) পল্লবীর ১২ নম্বর সেকশন থেকে তাদের গ্রেফতারের কথা জানান পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পল্লবী ১২ নম্বর সেকশনের ইসিবি রোডে শতক ফুয়েল স্টেশনের সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ খায়রুল ও হারুনকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানায় দায়েরকৃত একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানে হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।