সাভার (ঢাকা): গাজীপুর জেলার জয়দেবপুরের চাঞ্চল্যকর নিজাম উদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহেলকে আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৪। ৮ বছর ধরে তিনি পলাতক ছিলেন।
শনিবার (১৯ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
গত বৃহস্পতিবার আশুলিয়ার চক্রবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল রানা সোহেল (৩৪) আশুলিয়ার বাসিন্দা বলে জানা গেছে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী নিজাম উদ্দিন একজন জমি ব্যবসায়ী ছিলেন। তার কাছে বিভিন্ন সময় সন্ত্রাসী বাহিনীসহ চাঁদা দাবি করতেন সোহেল। এরই জেরে ২০১৪ সালের ২ ডিসেম্বর দক্ষিণ পানিশাইল এলাকায় ডেকে নিয়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয় ভুক্তভোগীকে। এ ঘটনায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী।
মামলার তদন্ত শেষে গ্রেফতার সোহেলসহ এজাহারের আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। এরপরই আত্মগোপনে চলে যান সোহেল। ধরা পড়ার আগ পর্যন্ত ৮ বছর পলাতক ছিলেন তিনি। অভিযান চালিয়ে তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতার আসামি প্রাথমিকভাবে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এসএফ/এমজেএফ