ঢাকা: রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ১১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।
গ্রেফতাররা হলেন- মো. ইউসুফ মন্ডল ও মো. মহিউদ্দিন আজাদ।
শুক্রবার (১৮ মার্চ) রাতে বারিধারার বিসমিল্লাহ কার ডেকোরেটরের সামনে থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।
গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. মোস্তফা কামাল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বারিধারার বিসমিল্লাহ কার ডেকোরেটরের সামনে অভিযান চালায় পল্লবী জোনাল টিম। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইউসুফ ও মহিউদ্দিনকে ১১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতাররা সীমান্তবর্তী জেলা দিনাজপুর থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
পিএম/এনএসআর