ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় কোরিয়া: রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় কোরিয়া: রাষ্ট্রদূত

ঢাকা: ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন জানিয়েছেন, বাংলাদেশে দক্ষিণ কোরিয়া আরও বিনিয়োগ বাড়াতে চায়। আগামী দিনে এখানে কোরিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি।

শনিবার (১৯ মার্চ) নরসিংদীতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা জানান কোরিয়ার রাষ্ট্রদূদ।

নরসিংদীতে স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্স ফ্যাক্টরি পরিদর্শন করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনস, বাংলাদেশ (ডিকাব) এর সদস্যরা।

কারখানা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে লি জ্যাং কিউন বলেন, বাংলাদেশে এক দশমিক তিন বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে কোরিয়া। আমরা এর পরিমাণ দুই বিলিয়নে উন্নীত করতে চাই।

এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিনিয়োগে কোরিয়ার কোম্পানিগুলো বিনিয়োগ ও বাণিজ্যে কাস্টম ক্লিয়ারেন্স ও ট্যাক্সের সমস্যার মুখোমুখি হচ্ছে। এ দুটি বিষয় আরও সহজ করার দাগিদ দেন তিনি।

অপর এক প্রশ্নের জবাবে কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, ইউক্রেন ইস্যু পর্যবেক্ষণ করছে দক্ষিণ কোরিয়া। ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কোরিয়ার বাণিজ্যে এখনও প্রভাব পড়েনি।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ফেয়ার ইলেকট্রনিক্সের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) হামিদ আর চৌধুরী, হেড অব মার্কেটিং মোহম্মদ মেসবাহ উদ্দিন, পরিচালক মুতাসিম দালান, ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।