ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বম্বু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আমিনুর রহমান নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হন।

শনিবার (১৯ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের মাজেদ নামে এক ব্যক্তি বটতলী ব্রিজের ওপর মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিলে পরে মোটরসাইকেলে বানিয়া পাড়া গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে আতিকুর ও একই গ্রামের আমিনুর হাসপাতালে খোঁজ নিতে যাচ্ছিলেন। তারা জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সড়কের এলজিইডি মোড় এলাকায় পৌঁছালে ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান আতিকুর।  

এ সময় তার সঙ্গে থাকা ব্যবসায়ী আমিনুর রহমান গুরুতর আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।