ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অটোরিকশাচালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অটোরিকশাচালকের

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল কাফি (৫৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ মার্চ) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, শুক্রবার (১৮ মার্চ) দিনগত রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কোচাশহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দ্রুতগতিতে অটোরিকশা চালিয়ে গোবিন্দগঞ্জ থেকে কোচাশহর বাজারের দিকে যাচ্ছিলেন আব্দুল কাফি। এসময় একটি কুকুর সড়কের মাঝখানে চলে আসে। এসময় আব্দুল কাফি কুকুরটিকে বাঁচানোর চেষ্টা করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। আব্দুল কাফি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রুবেল আমিন শিমুল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।