মাদারীপুর: মাদারীপুরে ট্রাক্টর চাপায় সমীর মুন্সী (৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার(১৯ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার মিঠাপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে ব্যক্তিগত কাজ শেষে মিঠাপুর বাজারে দাঁড়িয়ে ছিলেন ৯০ বছর বয়সী সমীর মুন্সি। ইট নামিয়ে একটি ট্রাক্টর পেছনে ঘোরানোর সময় ওই বৃদ্ধেকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হন সমীর। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার মো. মশিউর রহমান বলেন, ওই বৃদ্ধকে হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়।
মাদারীপুর সদর মডেল থানার এসআই দিপংকর রয়োজা জানান, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এনএইচআর