রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে কাভার্টভ্যানের ধাক্কায় মর্জিনা বেগম (৪৫) নামে ১ নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার স্বামী নিশারথ মোল্লা (৫০) আহত হন।
শনিবার (১৯ মার্চ) রাতে ৩ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
মর্জিনা ও তার স্বামী উভয়ই চরকমলাপুর ফরিদপুরের বাসিন্দা।
জানা গেছে, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দৌলতদিয়া ফেরি ঘাটে এ দুর্ঘটনার শিকার হন তারা।
ঘাতক চালক মো. সাইফুল ইসলাম ও তার হেলপারকে ঘটনাস্থল থেকে আটক করেছে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এনএইচআর