সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শুভ (১৪) নামে সেই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
রোববার (২০ মার্চ) সকালে উপজেলার চান্দাইকোনা এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
শুভ চান্দাইকোনা গ্রামের সুকুমার চন্দ্রের একমাত্র ছেলে। সে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, গত শুক্রবার (১৮ মার্চ) বিকেলে হোলি উৎসব শেষে বন্ধুদের সঙ্গে ওই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শুভ। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্য ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল দু’দিন উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান মেলেনি। রোববার সকালে ঘটনাস্থলের ৫০০ মিটার দূরে শুভর ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
>> রায়গঞ্জে নদীতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এসআরএস