ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৩৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
খুলনায় জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৩৩ ...

খুলনা: খুলনায় জুয়া খেলার সরঞ্জামসহ ৩৩ ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর মিয়াপাড়ার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ মার্চ) সকালে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত সহকারী কমিশনার খন্দকার লাবনী বাংলানিউজকে বলেন, মিয়াপাড়ার একটি মসজিদের পাশের ওবায়দুল্লাহ আজাদ নামের এক ব্যক্তির বাড়ির দোতলা বাসায় অভিযান চালিয়ে ৩৩ জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটকরা ডিবি কার্যালয়ে রয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে জুয়াড়িদের জেলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এমআরএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।