ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকার শাহাবুদ্দিন রোডে বালু বহনকারী ট্রাকের ধাক্কায় তারা মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২১ মার্চ) ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, ভোরে শাহাবুদ্দিন উদ্দিন রোড নুর সালামের বাড়ির সামনে রাস্তা পার হবার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। সেটি জব্দের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, শারীরিকভাবে প্রতিবন্ধী তারা মিয়ার বাড়ি কুমিল্লায়। বর্তমানে শাহাবুদ্দিন মোড় এলাকায় থাকতেন।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এজেডএস/কেএআর